টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা চলছে। কয়েক দিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে তেলেগু অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তাঁর তিন বছরের দাম্পত্য জীবন ভেঙে যায়। গুঞ্জন রয়েছে—সামান্থার অভিনীত সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২–এর একটি অন্তরঙ্গ দৃশ্যই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরায়।
সামান্থা ও নাগা চৈতন্য একসময় টলিউডের ‘পারফেক্ট কাপল’ হিসেবে পরিচিত ছিলেন। বিচ্ছেদের পর থেকেই ভক্তরা ভাবতে থাকেন—কী কারণে সম্পর্ক ভাঙল? শোনা যায়, দ্য ফ্যামিলি ম্যান ২–এ সামান্থার সাহসী চরিত্র ও একটি ঘনিষ্ঠ দৃশ্য নাগা ও তাঁর পরিবার মেনে নিতে পারেননি। এমনকি সিরিজটির আরও একটি দৃশ্য তিনি করেছিলেন, যা পরে সম্পাদনায় বাদ পড়ে। কিন্তু প্রচারিত দৃশ্য নিয়েও আপত্তি ছিল নাগার পরিবারের। নাগার সাবেক শ্বশুর, অভিনেতা নাগার্জুনও বিষয়টি পছন্দ করেননি বলে গুঞ্জন রয়েছে।
তবে সামান্থা সবসময় বলেছেন, তিনি কোনো ধরনের ‘পিতৃতান্ত্রিক’ শর্ত মানবেন না। চরিত্র বা কাজের কারণে কাউকে খুশি করার জন্য নিজের শিল্পীসত্তা বদলানো তাঁর পক্ষে সম্ভব নয়। এই মতবিরোধই তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে আলোচিত।
‘পুষ্পা’র আইটেম গান নিয়ে বিতর্ক
আইটেম গান ও অন্টাভা–তে সামান্থার নাচ ঝড় তোলে ভারতে। তবে এই গান করার আগে তাঁকে অনেকে পরামর্শ দিয়েছিলেন বিরতি নেওয়ার জন্য। সামান্থা নিজেই জানান, “তখন বিচ্ছেদের মুহূর্ত চলছে। সবাই বলেছিল, বসে থাকো। কিন্তু আমি কেন লুকাব? আমি ভুল কিছু করিনি।” তাঁর মতে, জীবন এগিয়ে নিতে হলে নিজের সিদ্ধান্তেই আত্মবিশ্বাসী থাকা জরুরি।
অন্যদিকে, এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন, তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে রাজি, তবে এমন কিছু করবেন না, যা পরিবারকে অসম্মান করে। তাঁর দৃষ্টিতে, কিছু সীমা থাকা প্রয়োজন।
রাজ নিধুমুরুর সঙ্গে নতুন অধ্যায়
২০২১ সালে বিচ্ছেদের পর মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যান সামান্থা। সেই সময়েই রাজ নিধুমুরুর সঙ্গে তাঁর পেশাদার পরিচয় নতুন ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। সামান্থা দ্য ফ্যামিলি ম্যান ছাড়াও সিটাডেল: হানি বানি–তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন, যেখানে রাজ নির্মাতা দলের অংশ ছিলেন।
অবশেষে ১ ডিসেম্বর সামান্থা ও রাজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে নাগা চৈতন্য গত বছর অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন।
সিএ/এএ


