বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওল। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে একে ‘ভিত্তিহীন’ ও ‘ক্ষমার অযোগ্য’ বলে তীব্র নিন্দা জানানো হয়।
গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামাল দিতে ইনস্টাগ্রামে এক বিবৃতি দেন এষা দেওল। তিনি লেখেন, “ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখুন এবং তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করুন।”
অন্যদিকে, অভিনেত্রী ও সংসদ সদস্য হেমা মালিনী আরও তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। সত্য যাচাই না করেই কেউ কীভাবে এমন খবর ছড়াতে পারে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। যখন অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন ও সুস্থ হচ্ছেন, তখন এমন আচরণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে হবে।”
পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে, বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্থিতিশীল আছেন এবং সুস্থতার পথে রয়েছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সিএ/এমআরএফ


