বলিউডের সুপরিচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ। শুক্রবার সামাজিক মাধ্যমে সুখবরটি নিশ্চিত করেন ভিকি কৌশল।
ভিকি কৌশল লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’ পোস্টের সঙ্গে একটি হৃদয়ের ইমোজিও যুক্ত করেছেন।
ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই এই দম্পতি সর্বদা আলোচনার কেন্দ্রে ছিলেন। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নানাভাবে ছড়িয়ে পড়ে বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে বিরতি নেওয়া এবং বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ—এসব কারণেই জল্পনা আরও বাড়তে থাকে।
গত সেপ্টেম্বর মাসে ক্যাটরিনা নিজেই নিজের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’ এই পোস্টই পরবর্তীতে ভক্তদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি করেছিল।
ক্যাটরিনা ও ভিকির ঘরে নতুন এই অতিথি পরিবারের জন্য নতুন আনন্দ ও উত্তেজনার অধ্যায় শুরু করেছে। বলিউড মহলে তাদের এই খুশির খবর দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভক্তরা তাঁদের জন্য শুভকামনা জানাচ্ছেন।
সিএ/এমআরএফ


