বলিউডের আলোচিত অভিনেত্রী জাহ্নবী কাপুর এবার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা হলেও নিজের যোগ্যতায় নিজের অবস্থান গড়তে লড়ছেন তিনি। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খানের শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়ে তিনি জানান, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে কখনো কখনো নিজেকে ‘বোকা’ হিসেবে উপস্থাপন করতেও হয়।
জাহ্নবী বলেন, ইন্ডাস্ট্রিতে পুরুষ অভিনেতাদের ইগোকে বুঝে চলা গুরুত্বপূর্ণ। নিজেকে এই সমস্যার বাইরে রাখার জন্য তিনি অনেক সময় নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামেন না, বরং বোকা হওয়ার ভান করেন। এতে সমস্যা এড়িয়ে যাওয়া যায় এবং কারো কাছে অপছন্দ হওয়ার ঝুঁকিও কমে। তিনি আরও বলেন, নিজের পারফরম্যান্স কতটা হবে তা প্রথমে দেখানোর চেষ্টা করেন না, বরং খুলাসা করে বলেন, ‘আমি ঠিক জানি না কিভাবে আমার অংশটি পর্দায় তুলে ধরব।’
২০১৮ সালে অভিষেকের পর থেকে জাহ্নবী প্রায় ১৩টি সিনেমায় অভিনয় করেছেন। তার চলচ্চিত্র যাত্রা ছিল ওঠানামায় ভরা। ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে প্রশংসা পেয়েছেন, তবে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’ সিনেমাগুলো বক্স অফিসে আশানুরূপ সাফল্য পাননি।
সিএ/এমআর


