বলিউডে আত্মপ্রকাশের প্রায় তিন দশক পর নিজের কেরিয়ারকে নতুন করে গড়তে পেরেছেন অভিনেতা ববি দেওল। ‘অ্যানিম্যাল’ ছবির মাধ্যমে ফের আলোচনায় আসেন তিনি, আর সাম্প্রতিক সময়ে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজে ববির অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন সময়, যখন ববি নেশার ভয়ঙ্কর জালে জড়িয়ে পড়েছিলেন এবং পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।
১৯৯৫ সালে ‘বারসাত’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেন ববি। এরপর ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বিচ্ছু’, ‘আজনবি’-র মতো ছবিতে অভিনয় করেন। তারকাসন্তান হিসেবে অনেক আশা ছিল, কিন্তু কিছু সময়ের জন্য কাজের সুযোগ কমে গেলে হতাশায় ডুবে যান ববি। সে সময় মদ্যপান ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় এবং তাঁর স্ত্রী তন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ববি জানিয়েছেন, “মদের নেশা ভয়ঙ্কর। এটা মস্তিষ্কের সঙ্গে খেলা করে। আমি রোজ মদ খাইনি, কিন্তু খাওয়ার পর যেন মানুষটা অন্য হয়ে যেতাম। তাই আমার পরিবার আতঙ্কে থাকত।” তিনি আরও বলেন, ওই সময় পুরো পরিবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এবং অবসাদে নেশার দিকে ঝুঁকে পড়েছিলেন তিনি।
পরিস্থিতি বদল আসে ববির ছেলের কথার প্রভাবেই। তিনি বলেন, “একদিন ছেলে আমার স্ত্রীকে বলছিল, ‘মা তুমি রোজ কাজে যাও, বাবা তো বাড়ি বসে থাকে।’ সেই কথাটি শোনার পর অনেক কিছু বদলে গেল।” ববি তখন সিদ্ধান্ত নেন মদ্যপান ছাড়ার।
বর্তমানে ববি দেওল জীবনে নতুন করে পা রেখেছেন এবং সফলতার সঙ্গে কাজ চালাচ্ছেন। স্ত্রী তন্যার প্রতি কৃতজ্ঞ তিনি, যিনি সব কষ্টের মধ্যেও তার পাশে থেকেছেন। ববি বলেন, “অন্য কেউ হলে আমার এই সব ব্যবহার সহ্য করতে পারত না। তাই তন্যা আমার জীবনে মা-বাবার থেকেও গুরুত্বপূর্ণ।”
সিএ/এমআর