কন্টোভার্সি কুইন খ্যাত বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র্যাম্পে হাঁটলে ফ্যাশন দুনিয়া কাঁপিয়ে দেবেন। শুক্রবার দিল্লির একটি ফ্যাশন শো-তে অংশ নেন কঙ্গনা এবং শো-তে তিনি ছিলেন ‘শো-স্টপার’। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
তাকে প্রশ্ন করা হয়েছিল, রাজনীতিকদের মধ্যে কে র্যাম্পে সবচেয়ে ভালো হাঁটতে পারেন। কঙ্গনা বলেন, “অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী। উনার স্টাইল অসাধারণ। শুধু পোশাকের জন্য নয়, ব্যক্তিত্ব ও শিষ্টাচার নিয়েও ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করতে সক্ষম হবেন তিনি।” তিনি আরও উল্লেখ করেন, মোদি সবকিছুর প্রতি অত্যন্ত সজাগ, রাজনীতি ছাড়াও সমাজের নানা বিষয়ে সতর্ক এবং অবগত। তাই ফ্যাশন শো-তে তিনি দারুণ শো-স্টপার হবেন।
শো-তে কঙ্গনা পরেছিলেন আইভরি রঙের এমব্রয়ডারি করা শাড়ি ও ম্যাচিং ব্লাউজ, সঙ্গে ভারী সোনার গহনা। বহু বছর পর র্যাম্পে হাঁটায় তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
নেটিজেনরা কঙ্গনার এই রূপ দেখে উচ্ছ্বসিত। একজন লিখেছেন, “অসাধারণ! কঙ্গনাকে নিয়ে কোনো কথা হবে না।” আরেকজন মন্তব্য করেছেন, “র্যাম্প ওয়াকে কেউ তাকে হারাতে পারবে না। ওয়ান্স আ কুইন, অলওয়েজ আ কুইন।”
উল্লেখ্য, কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’। পাশাপাশি তিনি রাজনৈতিক জগতে ব্যস্ত; ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে সাংসদ হয়েছেন।
সিএ/এমআর