‘বাংলার ক্রাশ’ হিসেবে পরিচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সামাজিক মাধ্যমে যে কোনো পোস্টেই মুহূর্তে ভাইরাল হয়ে যান। অভিনয়ের পাশাপাশি তাঁর কিলার ভঙ্গিমা বহু পুরুষের নজর কাড়ে। ওয়েস্টার্ন হোক বা ইন্ডিয়ান পোশাক, সব ধরনের লুকে তিনি মন মাতিয়ে রাখেন।
সম্প্রতি ঋতাভরী একটি শাড়ি পরা ছবিতে ধরা দেন। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। কিছু কটাক্ষ ও সমালোচনাও তার অংশ ছিল। অভিনেত্রীর শারীরিক কিছু অসুস্থতার কারণে গত কয়েক বছরে ওজন কিছুটা বেড়েছে, তবে এ কারণে তাঁর জনপ্রিয়তা কমেনি।
ছবিতে ঋতাভরী সাদা শাড়ি এবং কালো ফুলস্লিভ ব্লাউজে দেখা গেছে। কোঁকড়ানো খোলা চুল, কাজল-ভরা চোখ এবং কপালে কালো টিপে তিনি মন্ত্রমুগ্ধকর ভঙ্গিতে রয়েছেন। তবে শাড়ির আঁচল হালকা সরায় বক্ষরেখা স্পষ্ট দেখা যাওয়ায় নেটিজেনদের একাংশ তাকে সমালোচনা করেন।
ছবির সঙ্গে ঋতাভরী হিন্দিতে ক্যাপশনে লিখেছেন, ‘জীবন সময়ের হাতে বন্দি, কিন্তু এটাই কিছু সময় যা স্বাধীন এখন।’
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ঋতাভরী তাঁর ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করতে ভালোবাসেন। সাহসী ফটোশ্যুটে তিনি কখনও বিকিনিতে, আবার কখনও শাড়িতে নিজেকে লাস্যময়ী ভঙ্গিতে উপস্থাপন করেন। অভিনেত্রী হিসেবে তিনি অভিনয় জগতে পা রেখেছেন ‘ওগো বধূ সুন্দরী’ চলচ্চিত্র থেকে, পাশাপাশি মডেলিং করেছেন। পরে বড়পর্দায় সুযোগ পান এবং ‘গোপন কর্মটি’, ‘ফাটাফাটি’সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন।
সিএ/এএ


