তিন বছর আগে মুক্তি পেয়ে বক্স অফিসে ধুম ফেলে দিয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। ছবির শেষের পোস্ট-ক্রেডিট দৃশ্যে ইঙ্গিত ছিল সিক্যুয়ালের, যার সম্ভাব্য নাম হিসেবে উঠে আসে ‘অ্যানিম্যাল পার্ক’। সেই জল্পনাই এবার কার্যত সত্যি বলে স্বীকার করলেন রণবীর নিজেই।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়াল নিয়ে পরিকল্পনা চলছে এবং প্রজেক্টটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
রণবীর বলেন, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে ‘অ্যানিম্যাল পার্ক’-এর বিষয়ে। তবে এখনই শুটিং শুরু হচ্ছে না। তিনি জানান, সন্দীপ এই মুহূর্তে অন্য একটি বড় প্রজেক্টে ব্যস্ত। সেই কাজ শেষ না হলে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু করা সম্ভব নয়। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
রণবীর আরও বলেন, সিক্যুয়ালের গল্প আগের তুলনায় আরও বড় পরিসরে ভাবা হচ্ছে। নির্মাতারা তাড়াহুড়ো না করে সময় নিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে চান, যাতে প্রথম ছবির সাফল্যের মান বজায় থাকে। এই কারণে ছবির কাজে কিছুটা দেরি হচ্ছে।
এদিকে, সিক্যুয়াল নিয়ে আরও একটি চাঞ্চল্যকর গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের দাবি, ‘অ্যানিম্যাল পার্ক’-এ রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে—নায়ক ও খলনায়ক দুই ভূমিকাতেই। তবে এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা নেই।
উল্লেখ্য, ‘অ্যানিম্যাল’ মুক্তির পর বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবির হিংসাত্মক উপস্থাপনা ও চরিত্রায়ন নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে নির্মাতারা সিক্যুয়ালে গল্প ও চরিত্র নির্মাণে আরও সতর্ক হতে চাইছেন।
সব মিলিয়ে, ‘অ্যানিম্যাল পার্ক’ আসছে প্রায় নিশ্চিত, তবে রণবীর কাপুরকে ফের সেই চরিত্রে দেখতে দর্শকদের কিছুটা অপেক্ষা করতে হবে।
সিএ/এএ


