বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন বিখ্যাত চলচ্চিত্র কাহিনিকার, গীতিকার, প্রযোজক ও বিনোদন সাংবাদিক আবুল হোসেন মজুমদার।
প্রায় তিন দশক ধরে বিনোদন জগতের সঙ্গে জড়িত এই সাংবাদিক বিভিন্ন প্রকাশনায় সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে ছিলেন, যেমন: বিনোদন ধারা, বিনোদন ভুবন, বিনোদন জগত। তিনি ‘আনন্দ বিনোদন’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন এবং বিভিন্ন ম্যাগাজিনও সম্পাদনা করেছেন।
আবুল হোসেন মজুমদার বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)-এর সভাপতি ও আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ লাভের পর তিনি বলেন, ‘আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই সম্মান আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে।’
তিনি আরও জানান, ‘আমি মনে করি, এই সদস্যপদ আমাকে সমিতির কার্যক্রম এবং চলচ্চিত্রের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আরও উৎসাহিত করবে।’
সাম্প্রতিককালে তার পরিচালনায় এবং মজুমদার ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসি তোমায়’। বর্তমানে তিনি নতুন একটি চলচ্চিত্র পরিচালনা ও কাহিনি লেখার কাজে ব্যস্ত, যা হলো এফএম মিডিয়া প্রযোজিত ‘অন্য রকম প্রেম’।
আবুল হোসেন মজুমদার ধারা মিডিয়ার স্বত্বাধিকারী, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য, জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন কমিশনারের দায়িত্বেও আছেন।
সিএ/এএ


