থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগন’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ফেলেছিল। শুক্রবার (৯ জানুয়ারি) ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে গেছে।
বিজয়ের ছবি মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে কয়েক দিন ধরেই তামিলনাড়ুতে তীব্র বিতর্ক চলছিল। এমনকি তামিল চলচ্চিত্রজগতের একাধিক তারকাও বিজয়ের সমর্থনে রাস্তায় নেমে মিছিল করেছেন।
জানা গেছে, সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছবিটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন বিজয়।
শুক্রবার সেন্সর বোর্ড অবশেষে ছবিটিকে ‘ইউ/এ’ ছাড়পত্র দিয়েছে। ফলে ‘জন নায়াগন’-এর মুক্তিতে আর কোনও আইনি বাধা নেই।
তবে অনেকের দাবি, এই বিলম্বের পেছনে শুধু সেন্সর জটিলতাই নয়, রয়েছে রাজনৈতিক প্রভাব। গুঞ্জন রয়েছে যে, আসন্ন নির্বাচনে বিজয়ের দল বিজেপির সঙ্গে জোটে আগ্রহী নয়; বরং রাহুল গান্ধীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে চাপ তৈরি হয়েছিল।
হাজার ঝড়ঝাপটা পেরিয়ে শেষ পর্যন্ত ছাড়পত্র মিলে গেলেও, নতুন করে কখন ‘জন নায়াগন’ মুক্তি পাবে, তা এখনও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সিএ/এএ


