রকিং স্টার যশের গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ‘টক্সিক: এ ফেইরি টেল ফর গ্রোন-আপস’–এর টিজার প্রথম ২৪ ঘণ্টাতেই রেকর্ড ভাঙেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি), অভিনেতার জন্মদিনে মুক্তি পাওয়া টিজারে ‘রায়া’ চরিত্রে দেখা গেছে যশকে। টিজারের ট্যাগলাইন—‘ড্যাডি ইজ হোম’—ইন্টারনেটে মুহূর্তেই ঝড় তুলেছে।
শুধু তাই নয়, টিজারটি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। টিজারের একটি দৃশ্যে যশকে এক অভিনেত্রীর সঙ্গে খোলামেলা ও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে, যা দর্শকদের নজর কাড়েছে।
স্যাকনিল্ক জানাচ্ছে, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার (এক্স) ও ফেসবুক মিলিয়ে টিজারটি ২২ কোটি ২০ লাখেরও বেশি ভিউ পেয়েছে, যা ভারতীয় সিনেমার ক্ষেত্রে সম্ভাব্য নতুন রেকর্ড।
ইউটিউবে টিজারটি ৪৮.৭০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ইনস্টাগ্রামে কাস্ট ও ক্রুদের ব্যক্তিগত অ্যাকাউন্টে মিলিয়ে ভিউ ১৫ কোটিরও বেশি। টুইটার ও ফেসবুক মিলিয়ে ভিউ সংখ্যা ২ কোটি ৩০ লাখের বেশি। পাশাপাশি লাইকও ছুঁয়েছে ৬ মিলিয়নের বেশি।
এই অভাবনীয় সাড়া প্রমাণ করছে, ‘টক্সিক’ ঘিরে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে। ২০২২ সালের ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’–এর পর ‘টক্সিক’-এর মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন যশ। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস।
কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস প্রযোজিত ছবিটি কন্নড় ও ইংরেজি—দুই ভাষায় নির্মিত হচ্ছে, যা কন্নড় সিনেমার ক্ষেত্রে এক অভূতপূর্ব ঘটনা। ছবিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।
‘টক্সিক’ আগামী ১৯ মার্চ ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিএ/এএ


