ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ফেসবুকে একটি ভিডিওবার্তায় নিজের অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি একটি পডকাস্টে অংশ নিয়ে তার প্রেমজীবনের কথা শেয়ার করেন। সেখানে তিনি বলেন, ‘সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। এমনো হয়েছে—মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।’
এরপর গতকাল আরেকটি ভিডিওবার্তায় তিনি বলেন, ‘দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।’
তবে ফারহান আহমেদ জোভান কালের কণ্ঠকে জানালেন, পুরো বিষয়টি নিছকই মজা করেই করা হয়েছে। তিনি বলেন, ‘আমি ও আমার ওয়াইফ মজা করে একটা ভিডিও বানিয়েছি। পুরো ভিডিওটি দেখলেই বোঝা যাবে, এটা ইটস মেড ফর ফান। আমার ওয়াইফ পাশে বসা, ও আর আমি দুজন মিলে হাসতেছি। এটা কোনো কারণে করা হয়নি। ক্ষমা চাওয়াটা মানে, আমরা দুষ্টামি করে করছি।’
এদিকে, জোভান সবচেয়ে কম সময়ে কোটি ভিউয়ের রেকর্ডও গড়েছেন। তার একটি নাটক খুবই স্বল্প সময়ে কোটি ভিউ ছাড়িয়ে গেছে। জোভান কালের কণ্ঠকে বলেন, ‘ফিলিংসটা খুব ভালো। এটা অনেক বড় সাফল্য, দর্শকদের কাছ থেকে এমন রেসপন্স পেতে চাই। এ বছর আমার তিনটি কাজ এসেছে, সবই ভালো। একটা রেকর্ড আরেকটা ভাঙছে। আরেকটি খুব ভালো কাজ ছিল, সেটা হচ্ছে তোমাদের গল্প। ওটাও ভালো রেসপন্স পেয়েছিল। কাজের সময় বোঝা যায় না কোনটা সফল হবে, তবে সফল হলে ভালো অনুভূতি কাজ করে।’
নতুন বছরে অভিনয়ের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই জোভানের। তিনি জানিয়েছেন, আগের মতোই কাজ চালিয়ে যাবেন। জোভান বলেন, ‘নতুন বছরে আলাদা কোনো স্ট্র্যাটেজি মেইনটেন করছিনা। সবসময় করি, গল্পকে প্রাধান্য দিই। গল্পের ওপর কাজ করার চেষ্টা করছি।’
সিএ/এএ


