আলোচিত মডেল ও ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম জানান, তার বাবা ব্যক্তিগতভাবে বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষক হুগো শাভেজ, লুলা, নম চমস্কি, বার্নি স্যান্ডার্সের বন্ধু ছিলেন।
মেঘনা আলম আজ এক সংবাদ সম্মেলনের ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমি রাজনৈতিক পরিবারের পরিবেশে বেড়ে উঠেছি। বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষক যেমন হুগো শাভেজ, লুলা, নম চমস্কি, বার্নি স্যান্ডার্স, সবাই বাবার বন্ধু।’
তিনি আরও বলেন, ‘আমি যে ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছি, তারই সহপাঠী নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করার সময় আমার পরিচয় হয়েছে মেরি রবিনসন এবং শেখা হয়েছে মেগান মার্কেলের কাছেও।’
মেঘনা আলমের বক্তব্য, ‘আজকের বিশ্ব অত্যন্ত সংযুক্ত। আমাদের জন্য প্রয়োজন কেবল অন্য দেশের সদয় দয়ার ওপর নির্ভর করা নয়, বরং নিজের দেশের বৈশ্বিক ইমপ্যাক্ট তৈরি করা। ঢাকা-৮ আসনে আমি সেই আন্তর্জাতিক গতিবেগ আনব, যা বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে শক্তিশালী করবে।’
সিএ/এএ


