দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের অভিনীত শেষ সিনেমা ‘জননায়গন’-এর ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই বিজয়ের শেষ চলচ্চিত্র বলে জানা গেছে।
আগামী ৯ জানুয়ারি মুক্তির আগে সোমবার (৫ জানুয়ারি) প্রকাশ পায় সিনেমাটির ট্রেলার। এইচ বিনোথ পরিচালিত ছবিটিতে বিজয়কে দেখা গেছে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার চরিত্রে। দুই মিনিটেরও বেশি দৈর্ঘ্যের ট্রেলারে পারিবারিক আবেগ, সামাজিক দায়বদ্ধতা এবং অ্যাকশন—সবকিছুরই ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ট্রেলারের এক পর্যায়ে দেখা যায়, বিজয়ের চরিত্রটি স্ত্রীকে নিয়ে এক শিশুকে বড় করছেন। একসময় সেই কন্যাশিশু বিস্ময় নিয়ে প্রশ্ন করে, ‘আপনি একাই পুরো ব্যাটালিয়নকে হারিয়েছেন—আপনি কি সুপারম্যান?’ উত্তরে বিজয় বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ, কিন্তু মানুষ বলে আমি যা করি তা সুপার।’
বিজয়ের চরিত্রের স্বপ্ন, তার মেয়ে সেনাবাহিনীতে যোগ দিক। তবে মেয়েটির মনে থাকা এক গভীর ভয় ধীরে ধীরে ‘অপারেশন ওএম’ নামে একটি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়। এই ষড়যন্ত্রের মূল চরিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল।
ট্রেলারে রাজনৈতিক চরিত্রদের প্রতিও তীব্র সমালোচনা করতে দেখা যায় বিজয়কে। এক সংলাপে তিনি বলেন, ‘মানুষের সেবা করার জন্য রাজনীতিতে না এসে, আপনারা নিরীহ জীবন লুটে নিতে ও ধ্বংস করতে প্রবেশ করেন।’
সামাজিক বার্তাবহ ও বিনোদনধর্মী গল্প নির্মাণে পরিচিত পরিচালক এইচ বিনোথের সঙ্গে এই প্রথম কাজ করলেন থালাপতি বিজয়। এই নতুন জুটি সিনেমাপ্রেমী ও ব্যবসায়িক মহলে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
১০০ দিনের বেশি সময় ধরে সিনেমাটির শুটিং হয়েছে। এর মধ্যে ৮৪ দিন সরাসরি শুটিংয়ে অংশ নিয়েছেন বিজয়। ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগডে, গৌতম বসুদেব মেনন, প্রকাশ রাজ ও প্রিয়মণি।
ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে বিজয়ের ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘এই বিজয়কেই আমরা দেখতে চাই।’ কেউ আবার তাকে আরও সিনেমায় অভিনয়ের অনুরোধ জানিয়েছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
সিএ/জেএইচ


