বলিউডে সম্প্রতি জোর গুঞ্জন ছড়িয়েছিল যে সঞ্জয় লীলা বানসালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং অনিশ্চিত। শোনা যাচ্ছিল, রণবীর কাপুরের সঙ্গে পরিচালকের মতানৈক্যই শুটিং পেছানোর পেছনের মূল কারণ। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই জল্পনার কোনও ভিত্তি নেই, সবই শুধুই রটনা।
মধ্যবর্তী সময়ে কিছুদিন শুটিং বন্ধ থাকায় দর্শক ও অনুরাগীরা ধরে নিয়েছিলেন, নিশ্চয়ই কোনও সমস্যা সৃষ্টি হয়েছে। ইন্ডাস্ট্রির মধ্যে ফিসফিস শুরু হয়—হয়তো রণবীরের সঙ্গে কোনও বিষয়ে বানসালির বচসা হয়েছে। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি।
সূত্র জানাচ্ছে, বর্ষশেষের উৎসব-উদ্যাপন ও ছুটির কারণে তারকারা ব্যস্ত ছিলেন। এই ছুটি শেষ হওয়ার পরই শুটিং আবার শুরু হবে। জানা গেছে, জানুয়ারির মাঝামাঝি থেকে শুটিং পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রথমে ছবিটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির কথা ছিল। কিন্তু মুক্তির সময়সূচি পিছিয়ে যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়। অনেকেই ভেবেছিলেন, তিন তারকার মধ্যে কেউ আপত্তি তুলেছেন। তবে টিমের ঘনিষ্ঠ সূত্র বলছে, রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল—তিনজনই ছবির সঙ্গে রয়েছেন। শেষ মুহূর্তে কেউ বেরিয়ে আসেননি; শুধু শুটিংয়ের সময়সূচিতেই সামান্য পরিবর্তন হয়েছে।
সব পরিকল্পনা মতো এগোলে, রণবীর, আলিয়া ও ভিকি অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ চলতি বছরের আগস্টে মুক্তি পেতে পারে। অনুরাগীদের জন্য এটি স্বস্তির খবর—শুটিং পেছানোর কারণ বচসা নয়, শুধুই সময়সূচির হেরফের।
সূত্র: ইন্ডাস্ট্রি সূত্র, ঘনিষ্ঠ টিম তথ্য
সিএ/এএ


