বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।
শাকিব খান তার ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। শাকিব খানের ভক্ত ও অনুসারীরা মন্তব্যের ঘরে শোক ও সমবেদনা জানাতে থাকেন। অল্প সময়ের মধ্যেই হাজারো মন্তব্যে ভরে ওঠে তার পোস্ট।
শাকিব খানের পাশাপাশি বিনোদন অঙ্গনের আরও অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা এবং চিত্রনায়ক সিয়াম আহমেদ। এছাড়া নির্মাতা আশফাক নিপুন, রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করেন।
বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬০ সালে তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হলেও পরবর্তীতে তিনি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বে পরিণত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
সিএ/এএ


