সিনেমা, নাটক ও ওটিটির বাইরে নতুন গানের কাজ প্রায় সীমিত, এমন এক সময়ে ২০২৫ সালে গানে চমৎকার সময় কাটিয়েছেন জনপ্রিয় শিল্পী সায়েরা রেজা। সুফি, ফোক ও রক ধারার শিল্পী হিসেবে তিনি এ বছরে মৌলিক ও ফোক গান মিলিয়ে মোট ৬টি গান প্রকাশ করেছেন। গানগুলো তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ’-এ ভিডিওসহ পাওয়া যাচ্ছে। এছাড়া অডিও Spotify, Apple Music এবং অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।
প্রকাশিত ৬টি গানের মধ্যে ২টি মৌলিক গান এবং বাকি ৪টি ফোক গান। ২০২৫ সালে মুক্তি পাওয়া মৌলিক গানগুলোর মধ্যে ‘আলো দাও’ একটি নবজাগরণের গান। জানা গেছে, ১৯শ শতকের ইতালির নারী শ্রমিকদের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘বেলা চাও’ শিরোনামে একটি গান তৈরি হয়েছিল, যা বিশ্বব্যাপী সংগ্রাম ও জাগরণের প্রতীক হিসেবে জনপ্রিয়তা পায়। ‘আলো দাও’ গানটি সেই ‘বেলা চাও’-এর আদলে তৈরি করা হয়েছে।
অন্য মৌলিক গান ‘তোমার দেখা নাই’ একটি মজার গান, যাতে সায়েরা রেজার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কোক স্টুডিওর কল্যাণে নাইজেরিয়ার গায়ক অলি বয় যোগ দিয়েছেন।
শিল্পী জানান, আগামী বছরের জন্য আরও ৯টি গান মুক্তির পরিকল্পনা রয়েছে। তিন দশকের সংগীত ক্যারিয়ারে সায়েরা রেজা শ্রোতাদের উপহার দিয়েছেন বেশ কিছু সুপারহিট গান। এর মধ্যে ‘ধার ধারি ন’, ‘না না না তা হবে না’, ‘ওরে সোনা তুই আস্তে চল’ এবং ‘আসাম যাব’ গানগুলো বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে।
সিএ/এএ


