দেশীয় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত প্রায়ই ব্যক্তিগত জীবন ও সরাসরি মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে থাকেন। সম্প্রতি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “যা আমার অনেক সাধনা ও কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষ যেটা নিজের জন্য জাল বিছায়, শেষ পর্যন্ত সে তারই জালে আটকা পড়ে।”
মিষ্টির এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। যদিও তিনি সরাসরি কাউকে উদ্দেশ্য করে লিখেছেন কি না তা স্পষ্ট নয়, তবুও ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। পোস্টের নিচে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “একদম ঠিক বলেছেন,” আবার একজন বলেছেন, “এত সাহস কার হলো? আমরা তোমার সাথে আছি।”
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করা মিষ্টি জান্নাত বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। তবে তার সরাসরি ও বিতর্কিত মন্তব্য প্রায়ই বিনোদন জগতে আলোচনার জন্ম দেয়। এবার তার “ভদ্রতার মূল্য নেই” ইঙ্গিত নিয়ে জল্পনা শুরু হয়েছে।
সিএ/এএ


