দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গনেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এই তালিকায় যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে তিনি দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করেন।
খায়রুল বাসার স্ট্যাটাসে লেখেন, “স্বাগত বাংলাদেশে।” একই সঙ্গে তিনি আরও লেখেন, “বাংলার শিশির ভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক। আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন—এই দোয়া রইল।”
অভিনেতা খায়রুল বাসার তাঁর লেখায় ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, একদিন হয়তো তারেক রহমানের নেতৃত্বাধীন দল দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাবে।
তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে শোবিজ অঙ্গনের বিভিন্ন শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া জানিয়ে চলেছেন।
সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম
সিএ/জেএইচ


