হলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এমানুয়েল শ্রিকি শুধু জরিপের সুন্দরী তারকা নন—তিনি একজন পরিশ্রমী, স্বপ্নদ্রষ্টা ও পেশাদার অভিনেত্রী, যার ক্যারিয়ার গড়ে উঠেছে ধৈর্য, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের ভিত্তিতে। আজ তাঁর জন্মদিন। ১৯৭৫ সালের রোববার (১০ ডিসেম্বর) কানাডায় জন্ম নেওয়া এই অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করেছেন অনেক সম্মাননা ও ভক্তদের ভালোবাসা।
শৈশব থেকেই তাঁর অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল। মাত্র ১০ বছর বয়সে ম্যাকডোনাল্ডস-এর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে তাঁর অভিনয়জীবন শুরু হয়। এরপর ১৯৯৫ সালে টেলিভিশন সিরিজে নিয়মিত অভিনয়ে নাম লেখান।
কানাডায় জন্ম হলেও তাঁর পারিবারিক শিকড় মরক্কোয়। হলিউডে জায়গা করে নিতে তাঁকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ১৯৯৫ সালে ‘ডেট্রয়েট রক সিটি’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি হলিউডে প্রথম গুরুত্বপূর্ণ উপস্থিতি জানান দেন।
একাধিক জনমত জরিপে তিনি নিয়মিত শীর্ষ তালিকায় থেকেছেন। পাঁচবার সেরা আবেদনময়ী তালিকায় স্থান পাওয়া এমানুয়েল ২০১০ সালে AskMen.com–এর জরিপে ৯৯ কাঙ্ক্ষিত নারীর তালিকায় প্রথম স্থান অধিকার করেন।
৫০ বছর বয়সী এই অভিনেত্রী বিশ্বাস করেন—নারীদের আত্মবিশ্বাসই তাঁদের প্রকৃত আকর্ষণ তৈরি করে; এটি ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া অপ্রয়োজনে তিনি ভারী মেকআপ নিতে চাইতেন না। স্বাভাবিক ও হালকা সাজেই শুটিংয়ে অংশ নিতেন তিনি।
সিএ/এএ


