ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস মনে করেন, ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের শাকিব-নির্ভরতা চলচ্চিত্রের জন্য কোনোভাবেই সুসংবাদ নয়। তাঁর মতে, শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে বড় প্রোডাকশন হাউসগুলোর কাজ করতে অনীহা দেখানো পুরো শিল্পের জন্য অশনিসংকেত। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি ঢালিউডের বর্তমান অবস্থা, সমালোচনা ও নতুন উদ্যোগ নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
অপু বিশ্বাস বলেন, ‘বিগত অনেক বছর ধরে শুধু শাকিব খানের সিনেমা ছাড়া সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের, তেমনি নতুন উদ্যোগকেও স্বাগত জানানো উচিত।’
পজিটিভ বুলিং চান অপু
নিজেকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রল বা বুলিং নিয়েও কথা বলেন তিনি। তবে অভিযোগ নয়, বরং সমালোচকদের প্রতি ভিন্ন ধরণের আহ্বান জানান অপু বিশ্বাস।
তিনি বলেন, ‘আমাকে নিয়ে অবশ্যই বুলিং করবেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়—যে সমালোচনা থেকে আমরা শিখতে পারি, সামনে এগিয়ে যেতে পারি।’ দর্শকদের উদ্দেশে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গণমাধ্যমের ভূমিকার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
নতুনদের পাশে দাঁড়ানোর আহ্বান
শাকিব-নির্ভরতার গণ্ডি থেকে বেরিয়ে আসার জন্য যারা নতুন প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে আসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অপু। বিশেষভাবে ‘এম কে প্রোডাকশন’-এর উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘ইন্ডাস্ট্রির চিত্রটা এমন যে শাকিব ছাড়া কেউ লগ্নি করতে চায় না। তাই এই অচলায়তন ভাঙতে যারা এগিয়ে আসছেন, তাদের ইনস্পায়ার করা আমাদের প্রত্যেক মানুষের দায়িত্ব।’
সিএ/এএ


