বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ মঞ্চে অভিষেকেই সেরা ৩০-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলতে তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সৌন্দর্য, প্রতিভা ও আত্মবিশ্বাসের নতুন পরিচয়।
মিথিলার সাফল্যে উচ্ছ্বসিত দেশের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা প্রমাণ করছে—বাংলাদেশের দর্শক ও অনুরাগীরা তাঁর এই অর্জনকে কতোটা শ্রদ্ধা ও গর্বের সঙ্গে গ্রহণ করেছে। প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডে তাঁর আত্মবিশ্বাস, সৌন্দর্য ও মাধুর্য নজর কাড়ে বিচারক ও দর্শকদের।
পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অর্জন করলেও সুইমসুট রাউন্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি নিশ্চিত করেন শীর্ষ ৩০-এ স্থান। যদিও পিপলস চয়েসে শীর্ষে থাকতে পারলে সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ ছিল। ন্যাশনাল কস্টিউম ও গাউন রাউন্ডেও তিনি দর্শকদের মন জয় করেন। বিশেষ করে মিস ভেনেজুয়েলার অপ্রীতিকর আচরণকে শালীন ও বুদ্ধিমত্তার সঙ্গে সামলানোর দক্ষতা তাঁর প্রতি প্রশংসা আরও বাড়িয়ে দেয়।
২০২০ সালে প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। তবে এবারের জয়ী হয়ে আবারও সেই স্বপ্নকে ডানা মেলে তিনি প্রমাণ করলেন—স্বপ্ন দিয়ে শুরু হলেও সাফল্য অর্জন করে ইতিহাস লেখা যায়।
সিএ/এমআরএফ


