দক্ষিণ ভারতীয় জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলি আবারো বিতর্কে জড়ালেন। নতুন ছবি ‘বারাণসী’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, হনুমানকে কটাক্ষ করার অভিযোগেই রাজামৌলি আইনি জটিলতায় পড়েছেন।
ট্রেলার প্রকাশের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। সেখানে বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেওয়ায় ট্রেলার প্রকাশে সাময়িক বাধা সৃষ্টি হয়। এ প্রসঙ্গে রাজামৌলি বলেন, তাঁর ব্যক্তিগত বিশ্বাস হনুমানের প্রতি ততটা গভীর নয়। তিনি উল্লেখ করেন, বাবা ও স্ত্রী হনুমানে বিশ্বাস রাখলেও তিনি তা করতে পারেন না। প্রযুক্তিগত সমস্যার পর তিনি প্রশ্ন তোলেন, হনুমান কিভাবে তাঁদের রক্ষা করবেন—এমন মন্তব্যেই ক্ষুব্ধ হয় নেটিজেনসহ ধর্মীয় কিছু সংগঠন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর ভারতের রাষ্ট্রীয় বানর সেনা নামে একটি সংগঠন রাজামৌলির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি এই ব্লকবাস্টার নির্মাতা।
সিএ/এমআরএফ


