৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বের আগে আয়োজনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। এদের মধ্যে একজন অভিযোগ করেছেন, প্রতিযোগীদের নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি হয়েছে।
আগামী শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককের মঞ্চে বসবে এবারের আসর। এর আগে আট সদস্যের মূল জুরি প্যানেল থেকে পদত্যাগ করেছেন লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) ইনস্টাগ্রামে জানান, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করা হয়েছে এবং ১৩৬ দেশের প্রতিনিধির মধ্যে থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। তিনি জানান, এই বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন।
হারফুশ অভিযোগ করেন, অস্থায়ী জুরির মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয়েছে। তবে তিনি বিস্তারিতভাবে জানাননি, জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে কীভাবে পাশ কাটানো হয়েছে।
ওমর হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে পদত্যাগ করেন।
এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের কারণে প্রতিযোগিতা-পূর্ব একটি অনুষ্ঠান থেকে কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠান ত্যাগ করেছিলেন। দুই বিচারকের পদত্যাগে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন প্রশ্ন ওঠেছে।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতা করছেন। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা ছাড়াও, জনপ্রিয়তার বিচারে মিথিলা এখন শীর্ষের দোরগোড়ায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার বিচারে ১ নম্বর অবস্থানে পৌঁছানোর জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪,০০০ ভোট। দেশের পক্ষে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। ভোট গ্রহণ ১৯ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে শেষ।
সিএ/এমআরএফ


