ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ গত ১০ নভেম্বর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা প্রদান করেছিলেন, পরে মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় টাকা চাইলে বারবার বিলম্ব করা হয়।
বাদীর বিবরণে বলা হয়েছে, অভিযোগ অনুসারে ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাত ৪/৫ জনের উপস্থিতিতে তাকে গালিগালাজ করা হয়। পরে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে ওই দিন তাদের পক্ষ থেকে ‘তুকে বাসার সামনে দেখলে মেরে ফেলব’ ইত্যাদি বলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ভুক্তভোগী এসব হুমকির কথা ভাটারা থানায় জানান এবং আদালতে মামলা দায়ের করেন।
মামলায় আসামিদের আদালতে হাজির থাকার দিন ধার্য ছিল, কিন্তু তারা হাজির না হওয়ায় বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ হিসেবে আগামী ১৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন।
মেহজাবীন মামলাটি ভিত্তিহীন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে খণ্ডন করেছেন। তিনি লেখেন, অনলাইনে তার নামে যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ ছড়ানো হচ্ছে এবং সাংবাদিকদের অনুরোধ করেছেন এমন সংবাদ আলোচনার আগে যাচাই করতে। আদালতে যোগাযোগের বিষয়ে মেহজাবীনকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিক্রিয়া পাননি সংবাদকর্মীরা।
সিএ/এমআরএফ


