বিশ্বের মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর তিনি দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে মূল মঞ্চে অংশ নেন।
তবে মূল প্রতিযোগিতায় নামার আগে পুরোনো একটি ভিডিও সামাজিক মাধ্যমে পুনরায় বিতর্কের জন্ম দেয়। এটি নিয়ে সম্প্রতি লাইভে এসে নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন মিথিলা। তিনি জানিয়েছেন, ঘটনা প্রায় সাত থেকে আট বছর পুরোনো এবং সেই সময় তারা সবাই ছোট ছিলেন। মিথিলা বলেন, এটি একটি ‘প্র্যাঙ্ক’ হিসেবে দেখানো হয়েছিল।
মিথিলা বলেন, ‘যখন ঘটনাটি ঘটেছিল, আমরা সবাই ছোট ছিলাম। ওই ঘটনাটা ভাইরাল হওয়ার পর কিছু মানুষ বলেছে, আমি সেক্সুয়ালি হ্যারাস করেছি। আমি বলব, যে ব্যক্তি ওয়াশরুমে ছিল, সে আমাদের বন্ধু। আমরা এটি প্র্যাঙ্কের মতো দেখিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু সেখানে ছিলাম, আমার ওপর দোষ চাপানো ঠিক নয়। ফেসবুকে বহুবার বলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি ছোট ছিলাম, বোকার মতো কাজটি করেছি।’
মিথিলা নেটিজেনদের উদ্দেশ্যে বলেন, ‘৭-৮ বছরের পুরোনো ভিডিও নিয়ে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করছেন। এটি আমাকে জেতাতে বাধা দিচ্ছে। অনুগ্রহ করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।’
সিএ/এমআরএফ


