তেরো বছর আগে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত সুপারহিট ছবি ‘রাউডি রাঠোর’ এখনও দর্শকের মনে অমলিন। পুলিশের ভূমিকায় অক্ষয়ের সংলাপ “ডোন’t অ্যাংরি মি” আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ফেরে। এবার শোনা যাচ্ছে, সেই জনপ্রিয় ছবিরই সিক্যুয়াল তৈরি হতে চলেছে— তবে চমক হলো, এতে থাকছেন না অক্ষয় কুমার।
সূত্র জানাচ্ছে, সঞ্জয় লীলা বানসালি প্রোডাকশনস এই সিক্যুয়াল প্রযোজনা করবে। দীর্ঘ তিন বছর ধরে বানসালি ও প্রযোজক সাবিনা খান ছবিটির গল্প ও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ছবির পরিচালকের দায়িত্বে রয়েছেন তামিল পরিচালক পিএস মিথ্রান, যিনি তার অ্যাকশন ঘরানার সিনেমার জন্য পরিচিত।
সব ঠিক থাকলে ২০২৬ সালের প্রথম দিকেই শুরু হবে ছবির শুটিং। তবে প্রথম পর্বের মতো এবার অক্ষয় কুমার নয়, বরং নতুন মুখকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। এখনো চূড়ান্তভাবে কাউকে সাইন না করা হলেও ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন চলছে যে নির্মাতারা তরুণ প্রজন্মের কাউকে নিতে পারেন।
প্রথমদিকে এই ভূমিকায় সিদ্ধার্থ মালহোত্রার নাম শোনা গিয়েছিল, তবে তিনি এই প্রকল্প থেকে সরে গেছেন বলেই জানা গেছে। ফলে এখন নতুন অভিনেতা খোঁজার কাজ চলছে পূর্ণোদ্যমে।
উল্লেখ্য, ২০১২ সালের ‘রাউডি রাঠোর’ ছিল এস.এস. রাজামৌলির তামিল ছবি ‘বিক্রমারকুডু’–এর রিমেক। সেখানে অক্ষয় কুমার ছিলেন এএসপি বিক্রম রাঠোর চরিত্রে, আর তার বিপরীতে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। সিনেমাটি সে সময় বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল এবং অক্ষয়ের ক্যারিয়ারের অন্যতম বড় হিটে পরিণত হয়েছিল।
নতুন সিক্যুয়ালটি কবে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত নয়। তবে বানসালি প্রোডাকশনসের অংশগ্রহণ এবং নতুন পরিচালকের সংযোজন ইঙ্গিত দিচ্ছে, এবার ‘রাউডি রাঠোর ২’ হতে পারে আরও বড় পরিসরের একটি অ্যাকশন এন্টারটেইনার।
সূত্র: মিড ডে
সিএ/এমআর


