বলিউডের স্টাইল আইকন মালাইকা আরোরা আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়ানোর পর মালাইকা নিজেই নিজের পছন্দ ও সম্পর্কের ভাবনার বিষয়ে মুখ খুলেছেন।
ভারতীয় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি “একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ” পছন্দ করেন। খুব পরিপাটি, ফর্সা, বা গোঁফ-দাড়ি কামানো পুরুষ তার পছন্দ নয়। মালাইকা বললেন, “সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ফ্লার্ট করতে সক্ষম হয় এবং ভালো চুমু দিতে পারে।”
তাছাড়া তিনি আরও যোগ করেছেন, পুরুষের চোয়াল শক্ত হতে হবে এবং স্পষ্টবাদী স্বভাবের হওয়া প্রয়োজন। সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মালাইকা বলেন, “আমি খুবই রোম্যান্টিক মানুষ এবং ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, এটা এখনই বলা যাবে না।”
সিএ/এমআর


