দীর্ঘ দুই বছর অভিনয় থেকে দূরে থাকার পর চিত্রনায়িকা পরীমণি আবার ক্যামেরার সামনে ফিরে এসেছেন। তার নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে।
পরীমণি বলেন, “এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ, তবে এই ছবির সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।”
‘ডোডোর গল্প’তে পরী কাজল চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে আছেন সাইমন সাদিক, যিনি রায়হান নামের ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার নির্মাতা রেজা ঘটক, যিনি গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন। ছবিতে ৮৭ জন শিল্পী অভিনয় করেছেন এবং ২৫টিরও বেশি লোকেশনে দৃশ্যধারণ হয়েছে।
সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানান, “ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পন্ন হয়েছে। এখন শুধু কালার গ্রেডিং ও এডিটিং বাকি। ইনশাআল্লাহ, রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে।” সিনেমার গল্পে একজন আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের সংগ্রামের পর হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়ার কাহিনি ফুটে উঠেছে।
সিএ/এমআর


