ব্ল্যাকপিংকের নতুন অ্যালবাম মুক্তি পিছিয়েছে, ডিসেম্বরে আসছে
দক্ষিণ কোরিয়ার মেয়েদের পপ গ্রুপ ব্ল্যাকপিংকের নতুন অ্যালবামটি আগের পরিকল্পনা মতো নভেম্বরের বদলে এবার ডিসেম্বরেই মুক্তি পাবে। ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানায়, অ্যালবামের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই দলটির ৯ বছরের ক্যারিয়ারে ৩৫টির মতো গান প্রকাশিত হয়েছে। তবে তিন বছর ধরে নতুন কোনো অ্যালবাম তাদের পক্ষ থেকে প্রকাশিত হয়নি। বর্তমানে তারা ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরে ব্যস্ত, যেখানে ইতিমধ্যেই উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন শহরে পারফর্ম করেছেন। আগামীতে তাইওয়ান, ব্যাংকক, জাকার্তা, সিঙ্গাপুর, টোকিও, হংকংসহ আরও কয়েকটি শহরে দর্শকের সামনে গাইবেন তারা।
ব্ল্যাকপিংকের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’-এর গান ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ এক মাসের মধ্যে ১০ লাখের বেশি কপি বিক্রি হয় এবং বিলবোর্ডের শীর্ষচারে পৌঁছায়। ২০১৮ সালে ডুয়া লিপারের সঙ্গে ‘কিস অ্যান্ড মেকআপ’ গানে আন্তর্জাতিক সাড়া ফেলেন তারা। ২০২২ সালের ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ গানও আলোচনায় আসে। ইউটিউবে তাদের পাঁচটি মিউজিক ভিডিও ১০০ কোটি বার দেখা হয়েছে এবং ৮ কোটি সাবস্ক্রাইবার রয়েছে। টাইম ম্যাগাজিন ২০২২ সালে ব্ল্যাকপিংককে ‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেছিল।
সিএ/এমআর