ঢাকা: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডার সংসারে ফুটফুটে পুত্র সন্তানের আগমন ঘটেছে। শনিবার রাতে দিল্লির এক বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন পরিণীতি। সুখবরটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।
ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে পরিণীতি ও রাঘব লিখেছেন, “অবশেষে সে এসে গেছে, আমাদের ছোট্ট ছেলে। আমরা সত্যিই আমাদের আগের জীবনটা মনে করতে পারছি না। আমাদের হাত ও হৃদয় ভরে গেছে। প্রথমে আমরা কেবল পরস্পরের জন্য ছিলাম। এখন আমাদের সবকিছু আছে।”
আয়ুষ্মান খুরানা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যাননসহ বলিউডের আরও অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।
পরিণীতি ও রাঘবের প্রেমের শুরু লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনার সময়। ২০২৩ সালে তারা পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করেন। পরিণীতি সিনেমার জগৎ থেকে কিছুটা দূরত্ব রেখেছেন বিয়ের পর থেকে।
৩৭ বছর বয়সী রাঘব চাড্ডা রাজনীতিতে ২০১১ সালে আসেন। আম আদমি পার্টির নেতা হিসেবে তিনি সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ২০২০ সালে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভার সদস্য হন এবং ২০২২ সালে পাঞ্জাব রাজ্যসভার সদস্যপদে মনোনীত হন।
সিএ/এমআর