জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্বে তিনি পাকিস্তানজুড়ে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার ও সচেতনতা তৈরিতে কাজ করবেন। পাশাপাশি নারীর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করবেন বলে জানিয়েছে সংস্থাটি।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, হানিয়া তার জনপ্রিয়তাকে ব্যবহার করে নারী ও কন্যাশিশুদের কণ্ঠকে আরও জোরালো করবেন এবং লিঙ্গসমতা ও সামাজিক পরিবর্তনের পক্ষে প্রচার চালাবেন।
নিজের অনুভূতি জানিয়ে হানিয়া বলেন, “ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গভীর সম্মান। এটি কেবল একটি পদবি নয়—এটি এমন নারীদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব, যাদের কণ্ঠ বহু সময় শোনা যায় না।”
সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়েও হানিয়া আমিরের জনপ্রিয়তা বেড়েছে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পাওয়ার পাশাপাশি ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র সর্দারজি থ্রি-তে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করেছেন।
হানিয়ার নিয়োগ প্রসঙ্গে ইউএন উইমেন পাকিস্তানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, “হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনসম্পৃক্ততা পাকিস্তানের নারীদের ক্ষমতায়ন এবং নারী ও কন্যাশিশুদের কণ্ঠ জোরালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সিএ/এমআর