দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী অভিনয় করছেন নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে, যেখানে তিনি দেখা দেবেন এক লেডি অ্যাকশন চরিত্রে।
সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। ফেসবুক পোস্টে মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ‘অন্তর্যামী’-এর শুটিং শুরু হবে আগামী ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে। এরপর থাইল্যান্ড ও বাংলাদেশেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর বাবা যাদব।
রাজনীতিতে যুক্ত হওয়ার পর একসময় অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও পরাজয়ের পর ফের চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এরপর দীর্ঘ সময় পর্দার বাইরে থাকলেও এবার নতুন উদ্যমে সিনেমায় ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সিএ/এমআর