সামাজিক মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া এবার বিতর্কে। এতদিন ইতিবাচক আলোচনায় থাকলেও সম্প্রতি স্ত্রীকে অস্বীকার করা ও বাবা-মাকে অবহেলার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এক বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এই অভিযোগ উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, রিপনের মা অভিযোগ করেছেন, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পর রিপন এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও লজ্জা পান। তিনি পুরনো ভাঙা ঘর ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে আলাদা পাকা বাড়িতে থাকেন এবং বাবা-মাকে ভরণপোষণ দেন না।
রিপনের মা বলেন, “খুব কষ্ট করে মানুষ করেছি, কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, তাই হয়তো এখন লজ্জা পায়। ও এখন নিজের বাড়ি করেছে, আমাদের খোঁজও নেয় না।”
তিনি আরও দাবি করেন, রিপন তার স্ত্রীকেও নিজের বড় ভাইয়ের স্ত্রী বলে পরিচয় দেন। তবে রিপন বিয়ের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার ভাষায়, “ওটা ভাবি লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন?”
এদিকে রিপনের বাবা জানান, একসময় রিপন তার সঙ্গে ভিডিও তৈরি করতেন। কিন্তু এখন তিনি সেই সুযোগও পান না। তাই অভিমানে তিনি ছেলের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছেন।
সিএ/এমআর