ফিরে আসছে শৈশবের সেই প্রিয় নায়ক! কার্টুন নেটওয়ার্কের জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র ‘বেন ১০’ এবার ফিরছে সম্পূর্ণ নতুন রূপে—তবে টেলিভিশনে নয়, এবার কমিকসের পাতায়।
মূল নির্মাতারাই এই নতুন কমিক সিরিজটি তৈরি করছেন, যা ‘বেন ১০’ ভক্তদের জন্য হতে যাচ্ছে এক বড় চমক।
সম্প্রতি প্রকাশনা সংস্থা ডিনামাইট এন্টারটেইনমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ম্যান অফ অ্যাকশন’–এর প্রতিষ্ঠাতা ও ‘বেন ১০’-এর মূল স্রষ্টা জো ক্যাসি নতুন এই কমিক সিরিজটির গল্প লিখছেন। আর চিত্রায়নের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় ইলাস্ট্রেটর রবার্ট ক্যারি।
নির্মাতাদের ভাষায়, নতুন সিরিজটি শুধু পুরনো দর্শকদের নস্টালজিয়া ফিরিয়ে আনবে না, বরং কমিকস দুনিয়ায় ‘বেন ১০’-এর অবস্থানকে আরও শক্ত করবে। এজন্য এটি আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর তুলনায় বেশি অ্যাকশননির্ভর হবে। নতুন করে দেখা যাবে বেন টেনিসন, গোয়েন, গ্র্যান্ডপা ম্যাক্স এবং ক্লাসিক ওমনিট্রিক্স এলিয়েনদের।
তারা জানিয়েছেন, মূল গল্প ও চরিত্রের মূলে থেকে আধুনিক ভিজুয়াল ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে এই সিরিজকে করা হচ্ছে ‘আলটিমেট বেন ১০’। নির্মাতারা আশা করছেন, এটি মার্ভেল বা ডিসি কমিকসের বড় সিরিজগুলোর সঙ্গেও প্রতিযোগিতা করতে সক্ষম হবে।
২০০৫ সালে প্রথম প্রচারিত ‘বেন ১০’ কার্টুন সিরিজটি তখন থেকেই শিশুদের কাছে ছিল অন্যতম প্রিয়। এবার সেই জনপ্রিয় সিরিজের নতুন কমিক সংস্করণ কেমন সাড়া ফেলে, সেটাই এখন দেখার বিষয়। ডিনামাইট এন্টারটেইনমেন্ট জানিয়েছে, কমিকসটির প্রথম সংখ্যা প্রকাশিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।
সূত্র: আইএমডিবি, স্ক্রিনর্যান্টস
সিএ/এমআর