-শোভন
সিনেমাপ্রেমী মানুষ ও একজন সফল সিনেমা পরিচালক সালভাতোর ডি ভিটার শৈশবের স্মৃতিচারণ হলো ‘সিনেমা প্যারাডাইসো’। সিসিলির ছোট্টো গ্রামে ছোট্টো ‘তোতো’ আর সিনেমা হলের প্রজেকশনিস্ট আলফ্রেডোর মাঝে গড়ে ওঠে বন্ধুত্ব। সিনেমার প্রতি অসীম আগ্রহ থেকেই এই বন্ধুত্ব। সিসিলি নামক ইতালির এক গ্রামের ঘটনা,যেখানে চার্চের যাজক প্রত্যেকটি সিনেমা সেন্সর্ড করে দিতেন। কোনো যৌন উত্তেজক দৃশ্য সিনেমায় রাখা যাবে নাহ 😊। এই সিসিলি, সিনেমাহল, তোতো, আলফ্রেডো এই চার নিয়েই সিনেমার গল্প।
সিনেমার স্মৃতি নিয়েই এই সিনেমা। পরিচালনা করেছেন গুইসেপ্পে তোরনার্টোর, তার জন্মও সিসিলির বাঘেরিয়া গ্রামে। তিনি ম্যালেনা, বারিয়া, দ্যা বেস্ট অফার সহ বেশকিছু প্রসংশিত সিনেমা পরিচালনা করেছেন। তার সিনেমার পরিচালনার ফ্লোতেও বেশ ভ্যারিয়েশন আছে। কখনো আস্তে, কখনো দ্রুত। সময়ের এই খেলা আবেগগুলোকে জমতে দিয়েছে।
আলফ্রেডোর চরিত্রে অভিনয় করেছেন ফিলিপ নইরেট। আর শিশু তোতোর চরিত্রে সালভাতোর ক্যাসকিও। সালভাতোর ক্যাসকিওর শিশু তোতোর চরিত্রে অভিনয় অসাধারণ অভিনয় করেছেন। তার হাসি, কান্না, প্রতিটি এক্সপ্রেশন মনে রাখার মতো। যুবক তোতোর চরিত্রে জ্যাকস মার্কো লিওনার্দি ভালো অভিনয় করেছেন। আর প্রাপ্তবয়স্ক তোতোর চরিত্রে জ্যাকস পেরিন দূর্দান্ত অভিনয় করেছেন, তার সাথেই সিনেমাটি শেষ হয়। শেষ দৃশ্যটি আমি কতবার যে টেনে টেনে দেখেছি তার ইয়ত্তা নেই।
এই সিনেমা শেষ হলেও এর রেশ বেশ কয়েকদিন থেকে যাবে। এই সিনেমা সিনেমাপাগল মানুষদের অবশ্যই দেখা উচিত।