চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় উপ-উপাচার্যের মেয়েসহ সব বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিলসহ চার দফা দাবি জানায় সংগঠনটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। এবং এখনো পর্যন্ত এই কর্মসূচি চলমান রয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদল চারটি দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো— নিয়োগে স্পষ্ট স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগ, উপ-উপাচার্যের কন্যাসহ সব বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিল, ইউজিসির নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বিভাগীয় আপত্তি ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে প্রকাশিত সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ কার্যক্রম মেধার চরম অবমূল্যায়ন এবং স্বজনপ্রীতির ভয়াবহ উদাহরণ। এই ধরনের অনিয়ম বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।’
তিনি আরও বলেন, ‘যোগ্য প্রার্থীরা পিছিয়ে পড়ে উপ-উপাচার্যের মেয়ে নিয়োগ পেয়েছেন এমন অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করেছে। আমরা সব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।’
ছাত্রদলের নেতারা জানান, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি
সিএ/জেএইচ


