জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস পদে প্রার্থীরা জয়লাভ করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টায় কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসান। নির্বাচনে শীর্ষ তিন পদে জয়লাভের ফলে প্যানেলটি জকসুতে প্রাধান্য বিস্তার করেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম ৫ হাজার ৪৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের এ কেএম রাকিব ৪ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ২ হাজার ২০৩ ভোট পেয়েছেন।
এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিল ৪ হাজার ২২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
জকসু নির্বাচনে মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটার ছিলেন। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জানিয়েছেন, এখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে মোট ভোটার ছিলেন ১,২৪২ জন, যাদের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট দিয়েছেন।
সিএ/এসএ


