চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিনজন ব্যক্তিকে কোপানোর উদ্দেশ্যে রামদা হাতে আসার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে চবির শাহ আমানত হল এলাকায় এ ঘটনা ঘটে।
আটক নিরাপত্তাকর্মীর নাম নূর ইসলাম বিপ্লব, যিনি ‘আতঙ্ক বিপ্লব’ নামে পরিচিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং অস্ত্র আইন ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা এজাহার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, নূর ইসলাম বিপ্লবের সঙ্গে তার স্কুলজীবনের কয়েকজন জুনিয়রের চোরাই মোবাইল বিক্রিকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। ওই তিন ব্যক্তি বহিরাগত হলেও শাহ আমানত হলের এক শিক্ষার্থীর তত্ত্বাবধানে হলে অবস্থান করছিলেন। বিরোধের খবর পেয়ে নূর ইসলাম বিপ্লব রামদা হাতে হলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হলের কয়েকজন শিক্ষার্থী তাকে হাতেনাতে আটক করে।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন,
“রাতে আমাদের টিম অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে হাটহাজারী থানায় পাঠিয়েছে। মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন,“ঘটনার পর তাকে পুলিশ থানায় পাঠানো হয়েছে। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, তাই প্রশাসনিকভাবে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে।”
উল্লেখ্য, অভিযোগ রয়েছে চবি ল্যাবরেটরি কলেজে অধ্যয়নকালে নূর ইসলাম বিপ্লব চবি ছাত্রলীগের ইকবাল গ্রুপের কর্মী ছিলেন
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি
সিএ/জেএইচ


