উচ্চশিক্ষায় সাফল্য ও গবেষণার আগ্রহের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) বৃত্তি প্রদান করেছে। বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই স্বীকৃতি তুলে দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ইসলামের স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও জকসু নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক মো. নূর নবী। এছাড়া ইতিহাস বিভাগের মাস্টার্স শিক্ষার্থী পপি খাতুন, ইতিহাস বিভাগের স্নাতক শিক্ষার্থী মো. সাইফুর রহমান শিহাব, ইতিহাস বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী মল্লিকা রায় এবং সমাজবিজ্ঞান বিভাগের ১৯তম ব্যাচের স্নাতক শিক্ষার্থী ফারহানা জেছমিনও বৃত্তি পেয়েছেন।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম পিএইচডি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও গবেষণাধর্মী শিক্ষার বিকাশে সকল শিক্ষককে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
বৃত্তিপ্রাপ্ত নূর নবী বলেন, ফোবানা স্কলারশিপ শুধু একটি পুরস্কার নয়, এটি তার গবেষণাকে আরও সুশৃঙ্খল, দক্ষ ও লক্ষ্যভিত্তিকভাবে এগিয়ে নেওয়ার একটি বাস্তব সহায়তা। তিনি উল্লেখ করেন, উচ্চশিক্ষা ও গবেষণায় অর্থনৈতিক সহায়তা, আন্তর্জাতিক সংযোগ এবং একাডেমিক নেটওয়ার্ক তৈরিতে এই ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এই স্বীকৃতি তার গবেষণা-অভিযানে নতুন উদ্যম যোগ করেছে এবং ভবিষ্যৎ লক্ষ্যগুলোকে আরও বাস্তবসম্মত করেছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ফোবানা বৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাবিনা শরমীন, ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য মুকবুল আলী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিএ/এমআরএফ


