ইসলামী বক্তা ড. জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করার জন্য স্মারকলিপি জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন)-এর কাছে একদল শিক্ষার্থী।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্মারকলিপি প্রদান শেষে তারা সংবাদ সম্মেলন করেন। শিক্ষার্থীরা জানান, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ এবং মানবতাবাদী সংগঠক। তিনি কেবল ইসলাম প্রচার করেননি, বরং মানবকল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এভাবে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে দেশত্যাগে বাধ্য হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। তাদের মতে, এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তা দেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে।
এই সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে ডিগ্রি প্রদান করার দাবি জানান।
সিএ/এমআরএফ

                                    
