দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়া গত ২১ নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পর্যন্ত মোট ১১ লাখ আসনের বিপরীতে ৩ লাখ ৫৯ হাজার ৬টি আবেদন জমা পড়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, এই বছর সরকারি ও বেসরকারি ৭ হাজার ৫০১টি বিদ্যালয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসন রয়েছে। এর মধ্যে ৭২১টি সরকারি বিদ্যালয়ে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৬০ হাজার ২৪৪ শিক্ষার্থী। বেসরকারি বিদ্যালয়ে ৩ হাজার ৩৬০টি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন রয়েছে, এর বিপরীতে আবেদন করেছেন ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী।
গত পাঁচ দিনে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে মোট ৩ লাখ ৫৯ হাজার ৬ শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। ভর্তি আবেদন প্রক্রিয়ার শেষে ডিজিটাল লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। এ বছর ভর্তি আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।
ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং Teletalk প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভর্তি কমিটি বা প্রধান শিক্ষকের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।
সিএ/এমআরএফ


