ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দায়িত্ব নেওয়ার প্রথম চার মাসে ৩৩টি খাতে মোট ২২৫টি কাজ ও উদ্যোগ সম্পন্ন করেছে বলে আজ সোমবার (২৬ জানুয়ারি) তাদের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। মধুর ক্যানটিনের সামনে ‘ডাকসুর চার মাস: কার্যবিবরণী ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কাজের বিবরণী তুলে ধরা হয়।
ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানান, তারা ১৪ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর এই সময়ের মধ্যে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে: ডাকসু নির্বাচন একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির প্রস্তাব পাস করা, শেখ হাসিনার আজীবন সদস্যপদসংক্রান্ত অবৈধ রেজল্যুশন বাতিল, কেন্দ্রীয় মসজিদ ও মেডিকেল সেন্টারের বড় পরিসরের সংস্কার, নতুন হল নির্মাণ ও উন্নয়ন প্রকল্পে প্রশাসনের সঙ্গে যৌথ কাজ, ছাত্রীদের ইবাদতের ব্যবস্থা উন্নয়ন, ডাকসুর ওয়েবসাইট চালু করা, শিক্ষার্থীদের ছাড়ে চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, ১১৯ জন শিক্ষার্থীকে আইনগত ও নিরাপত্তা সহায়তা প্রদান এবং হলগুলোতে নিয়মিত ছারপোকানিধন কার্যক্রম পরিচালনা।
ফরহাদ বলেন, “আমরা সব সময় শিক্ষার্থীদের কাছে আমাদের কাজের জবাবদিহি করে চলব। আমাদের ইশতেহার অনুযায়ী সব খাতে কাজ ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদি শিক্ষার্থীদের কাছে কোনো বিষয় অসম্পূর্ণ মনে হয়, আমরা তা পূরণে কাজ করব।”
ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয় ১০৪ বছরে পা দিয়েছে, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেছে; তবু শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানটিকে ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় রাখার চেষ্টা হচ্ছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে উঠায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, “আমরা ফান্ডের অভাবে কাজ করতে ব্যর্থ হইনি, বরং সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে চার মাসে ২২৫টি কাজ সম্পন্ন করেছি, যা ৩৩টি খাতে বিভক্ত। বিস্তারিত তথ্য ওয়েবসাইট ও প্রকাশিত বুকলেটে পাওয়া যাবে।”
সংবাদ সম্মেলনে ডাকসুর অন্যান্য নেতারা ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সিএ/এসএ


