২০২৫-২৬ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ কার্যক্রম আজ রোববার থেকে শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ‘এ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ‘বি’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টায় এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে, ২০২৫ সালের ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদন প্রক্রিয়া শুরু হয় ২৭ নভেম্বর থেকে এবং শিক্ষার্থীরা ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পেরেছেন। এবারের ভর্তি পরীক্ষা কুমিল্লার পাশাপাশি বহিঃকেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে।
সিএ/এসএ


