শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির বিক্ষোভ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাইকোর্টের চার সপ্তাহের স্থগিতাদেশের প্রতিবাদে শাখা ছাত্রশিবির এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে ছাত্রশিবিরের নেতারা বলেন, নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারহরণ এবং ছাত্রদের প্রতি অন্যায়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং চাকসুর ভিপি ইব্রাহিম রনি, শাখা ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও মানবাধিকার বিষয়ক সম্পাদক চাকসুর নির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব। এছাড়া উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞাসহ অন্যান্য নেতাকর্মীরা।
সিএ/এসএ


