জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (টোকিও টেক)–এ ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্য ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি জাপানের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণাভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উদ্ভাবন ও আধুনিক গবেষণার জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি জাপানের শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আধুনিক ল্যাবরেটরি ও আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশের কারণে টোকিও টেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত।
এই ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ জাপান সরকারের মেক্সট ইউনিভার্সিটি রেকমেন্ডেড স্কলারশিপের আওতাভুক্ত একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি ফি ও সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি কোনো আবেদন ফি দিতে হবে না।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজ দেশ থেকে জাপানে যাতায়াত এবং পড়াশোনা শেষে দেশে ফেরার জন্য রিটার্ন এয়ার টিকিট প্রদান করা হবে। জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য নিয়মিত মাসিক ভাতাও দেওয়া হবে। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা প্রতি মাসে ১ লাখ ৪৭ হাজার ইয়েন এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা প্রতি মাসে ১ লাখ ৪৮ হাজার ইয়েন ভাতা পাবেন।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের জাপানের বাইরে অবস্থিত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। আবেদনকারীর জন্ম ২ এপ্রিল ১৯৮৯ বা তার পরে হতে হবে। প্রার্থীকে অবশ্যই তাঁর পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা বিষয় বা সংশ্লিষ্ট কোনো একাডেমিক বিষয়ে আবেদন করতে হবে।
মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্বীকৃত স্নাতক ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামের জন্য অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর মাতৃভাষা যদি ইংরেজি না হয়, তবে তিনি পূর্ববর্তী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি মাধ্যমে শিক্ষাগ্রহণের সনদ জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে আলাদা কোনো ভাষা পরীক্ষার প্রয়োজন হবে না।
আবেদনের সময় প্রার্থীদের একটি সাম্প্রতিক ছবি, টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির কোনো ফ্যাকাল্টি সদস্যের সম্মতিপত্র বা কনসেন্ট ই-মেইল, নির্ধারিত ফরম্যাটে পূরণ করা ফিল্ড অব স্টাডি অ্যান্ড স্টাডি প্রোগ্রাম জমা দিতে হবে। পাশাপাশি পূর্ববর্তী গবেষণার থিসিসের সারসংক্ষেপ, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র, পাসপোর্ট বা রেসিডেন্স কার্ডের কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি ও গ্র্যাজুয়েশন সনদ এবং সুপারভাইজারের সহায়ক কাগজপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক। আবেদনকারীর একাডেমিক ও গবেষণাগত সক্ষমতা মূল্যায়নের জন্য একটি রেকমেন্ডেশন লেটারও জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ এপ্রিল ২০২৬।
সিএ/এসএ


