তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্র মেরামত ও সংস্কারের জন্য দেশের ৯৪৭টি বেসরকারি স্কুল ও কলেজে ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর পক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা ও ডিডিও মো. আবু ছায়িদ চৌধুরীর সই করা এক চিঠির মাধ্যমে এই বরাদ্দের তথ্য জানা গেছে। চিঠিটি গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির স্মারক অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মেরামত ও সংস্কার কাজ দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীদের সভাপতি করে সংশ্লিষ্ট কমিটি গঠন করে বরাদ্দ দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রেক্ষাপটে শিক্ষা প্রকৌশল অধিদফতরের পরিচালন বাজেটের আওতায় ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা ৯৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভোটকেন্দ্র মেরামত ও সংস্কার কাজের ব্যয় নির্বাহের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীদের অনুকূলে ব্যয় মঞ্জুরিসহ বরাদ্দ প্রদান এবং সরকারি বিধি অনুযায়ী ব্যয় করার কর্তৃত্ব দেয়া হয়েছে।
এদিকে, ভোটকেন্দ্র প্রস্তুতের জন্য বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যয়ের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় দুটি পৃথক কমিটি গঠন করেছে। উপজেলা পর্যায়ে গঠিত কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান (অধ্যক্ষ বা প্রধান শিক্ষক)। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী।
অন্যদিকে, সিটি করপোরেশন এলাকায় গঠিত কমিটির সভাপতি থাকবেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট জেলা বা মেট্রোর নির্বাহী প্রকৌশলী। সদস্যসচিব হিসেবে থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন মেট্রোপলিটন থানা বা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট থানার উপ-সহকারী প্রকৌশলী।
বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া, তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে অর্থ ব্যয় না করা, সরকারি আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং ভবিষ্যতে কোনো অনিয়ম উদঘাটিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় বহনের বিষয়টি নিশ্চিত করা। একই সঙ্গে পূর্ববর্তী বছরের বকেয়া পরিশোধ এবং শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তালিকাভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভোটকেন্দ্র মেরামত কাজে এই অর্থ ব্যয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিএ/এসএ


