নারী শিক্ষার অগ্রদূত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করতে যাচ্ছে। বুধবার (১৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটির গৌরবময় এই অর্জন উপলক্ষে কর্তৃপক্ষ ও ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ১৯৫২ সালের ১৪ জানুয়ারি যাত্রা শুরু করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘ তিন চতুর্থাংশ শতাব্দী ধরে দেশের নারী শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই দীর্ঘ পথচলার স্মরণীয় মাইলফলক উদযাপনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, গভর্নিং বডি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন একযোগে আয়োজন করেছে এই অনুষ্ঠান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ফিরোজ খান নূনের স্ত্রী বেগম ভিকারুননিসা নূনের উদ্যোগে ১৯৫২ সালে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। সময়ের পরিক্রমায় বেইলি রোডের মূল ক্যাম্পাস ছাড়াও আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা শাখা নিয়ে বিস্তৃত হয়েছে এই বিদ্যাপীঠ। বর্তমানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আধুনিক রাষ্ট্র গঠনের নানা পর্যায়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে ও বিদেশে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। নারী নেতৃত্ব গঠনে প্রতিষ্ঠানটির ভূমিকা শিক্ষাঙ্গন ছাড়িয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের অ্যালামনাই শাখা একাত্মতা প্রকাশ করেছে। এতে প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই ৭৫ বছর কেবল একটি সংখ্যা নয়; এটি হাজার হাজার নারীর স্বপ্ন পূরণের ইতিহাস।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ্যালামনাই রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। বিকাল ৩টা ১৫ মিনিটে প্রধান অতিথির বক্তব্য, ৩টা ৩০ মিনিটে বিশেষ অতিথিদের বক্তব্য এবং বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে নামাজ ও টিফিন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র্যাফেল ড্র এবং সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। অনুষ্ঠানের জন্য নির্ধারিত ড্রেস কোড নীল রঙ।
সিএ/এসএ


