২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছে শিক্ষা বোর্ড।
পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষা। একইভাবে জুন মাসের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনা মহামারি এবং পরবর্তী সময়ের নানা বাস্তবতার কারণে গত কয়েক বছর ধরে পরীক্ষার নির্ধারিত সূচি অনুসরণ করা সম্ভব হয়নি। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে সময়সূচিতে একাধিকবার পরিবর্তন আনতে হয়েছে। চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের সময় বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষভাগে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বোর্ড সূত্রে আরও জানা যায়, এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা এবং ফরম পূরণের কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র নির্ধারণ এবং সার্বিক ব্যবস্থাপনার মতো চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে মাঠপর্যায় থেকে কোনো যৌক্তিক অনুরোধ এলে ফরম পূরণের সময়সীমা দু-একদিন বাড়ানো হতে পারে বলে জানান তিনি।
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন মাসের শেষ সপ্তাহে পরীক্ষা শুরু করতে প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন,
‘পরীক্ষাগুলো সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কার্যক্রম প্রায় শেষের পথে। নির্ধারিত সময়েই পরীক্ষাগুলো শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’
সিএ/এসএ


