SAGC সায়েন্স ক্লাবের পক্ষ থেকে তৃতীয়বারের মত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে অনুষ্টিত হচ্ছে “Goodluck presents SAGC 3rd scince festival”।
২৬ অক্টোবর ২০১৭ থেকে আগামী ২৮ অক্টোবর ২০১৭ পর্যন্ত চলবে সায়েন্স ফেস্ট। সায়েন্স ফেস্ট এ প্রোগ্রাম ডিসপ্লে এবং বেশ কিছু প্রতিযোগিতা ছাড়াও থাকছে ওয়াল ম্যাগাজিন, কেস সলভ, স্ক্র্যাপ বুক সহ বেশ কিছু কম্পিটিশন এবং অলিম্পিয়াড। ইভেন্টের দ্বিতীয় দিন হিসেবে ফেস্ট উপস্থিতি ছিল দেখার মতন। রাজধানীর বেশ কিছু স্কুল এবং কলেজের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর ভিন্নধর্মী বেশ কিছু প্রজেক্ট ডিসপ্লে ছিল, ছিল শৈবাল থেকে বিদ্যুৎ উৎপাদন থেকে রাস্তার মডেল এবং লেদার ওয়েস্ট থেকে উৎপন্ন শক্তি নিয়ে অসাধারন কিছু প্রদর্শনী। এছাড়াও অলিম্পিয়াড এবং প্রতিযোগিতা ছিল। ছিল রুবিক্স কিউব প্রতিযোগিতা এবং স্ক্র্যাপ বুক ডিসপ্লে, ছিল বিজনেস অলিম্পিয়াড এবং এস্ট্রানমি অলিম্পিয়াড ও। তিনদিন ব্যাপি সায়েন্স ফেস্টিভাল উপলক্ষে শহীদ আনোয়ার কলেজে ছিল বেশ ভালো উদ্যেগ। সব জায়গায় ছিল BNCC এবং ইভেন্ট ভলান্টিয়ারদের ব্যস্ত চলাফেরা। সুবিশাল সুন্দর মাঠে প্রজেক্ট ডিসপ্লে এবং ওয়াল ম্যাগাজিন ডিসপ্লের অংশগুলোতে দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতন। ফেস্টিভাল চলবে ২৮ অক্টোবর শনিবার পর্যন্ত।
বিস্তারিত দেয়া হলো ইভেন্ট লিংক এ।
Goodluck presents SAGC 3rd scince festival-2017 এ স্পন্সর করছে গুডলাক স্ট্যাশনারী লিমিটেড এবং ট্রিট ডেইরি মিল্ক। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আগামী, কিশোর আলো এবং হাতেখড়ি।
ইভেন্ট লিংক-